শেরপুরের নালিতাবাড়ীতে গোজাকুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন চর্চার ইতিবাচক চাহিদা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলার গোজাকুড়া এলাকায় এই সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক ) নালিতাবাড়ীর টিআইবি প্যাকটা প্রকল্পের অধীনে গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ এসিজি।
এসময় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ এসিজি এর সমন্বয়ক মো: খোকন মিয়ার সভাপতিত্বে ও টিআইবি এর ইন্টার্ণ সদস্য মো: আবু রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো: বক্তার হোসেন । অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি সদস্য মো: বক্তার হোসেন বলেন, অত্র বিদ্যালয় দেরীতে এমপিও ভূক্ত হওয়ার কারণে স্কুলের উন্নয়ন কাজ হচ্ছে না । তিনি সকলকে এগিয়ে আসার জন্য আহবার জানান এবং টি আইবি কে ধন্যবাদ জানান ।
এছাড়া বিদ্যালয় ব্যবন্থাপনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, এসিজি সদস্যগন ও স্থানীয় অভিভাবকরা অংশ নেন। এসময় বক্তারা গোজাকুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য বিদ্যালয়ের চলমান সমস্যা সমূহ তুলে ধরেন ও তা সমাধানের জন্য পরিকল্পনা গ্রহন করেন । এসময় সহ সমন্বয়ক জনাব মোঃ গোলাম মোস্তফা উক্ত প্রতিষ্ঠানের সমস্যার কথা উল্লেখ্য করে বলেন, আমাদের গোজাকুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে কোন ভবন নাই, বিদ্যালয় মাঠ পানি জমে থাকে, নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নাই , নিয়মিত প্রত্যাহিক সমাবেশ ও অভিভাবক সভা হয় না । তিনি উল্লেখিত সমস্যা সমাধানে ও বিদ্যালয়ের মান উন্নয়নে সকলের দৃষ্টি আকর্ষন করেন ।
টিআইবি সূত্রে জানা গেছে, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ তথ্য অধিকার আইন ২০০৯ এর কার্যকর বাস্তবায়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জন অংশগ্রহণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রাতষ্ঠার লক্ষ্যে ২০০১ সাল থেকে কাজ করে আসছে টিআইবি। বর্তমানে প্যাকটা প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও নালিতাবাড়ী সনাকের কাজের সাথে যুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন চর্চার ইতিবাচক চাহিদা সৃষ্টির লক্ষ্যে গোজাকুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে টিআইবি প্যাকটা প্রকল্পের অধীনে গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ এসিজি ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ এসিজি এর অন্যান্য সদস্যবৃন্দ এবং টিআইবি এর সাবেক ইয়েস সদস্য মো: জাকিরুল ইসলাম মোর্শেদ , অভিভাবক ও ইয়েস সদস্যবৃন্দ্ব । ।